শুক্রবার (১৮ এপ্রিল) মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘কেসারি : চ্যাপ্টার টু’। দেশাত্মবোধক ঘরানার সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছিল বেশ উন্মাদনা। মুক্তির পর বক্স অফিসে খুব একটা ধামাকাদার শুরু না করলেও শুরুটা খারাপও হয়নি অক্ষয়ের। তবে উইকেন্ড-এর ছুটি কাটতেই বেশ বড়সড় ধাক্কা খেলো বক্স অফিসে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে করণ সিং ত্যাগী পরিচালিত চলচ্চিত্রটি ভারতে ৪.৫ কোটি টাকা আয় করেছে। যার ফলে চার দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৪ কোটি। এর আগে মুক্তির প্রথম দিন ৭.৭৫ কোটি টাকায় আয়ের পর দ্বিতীয় দিন আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯.৭৫ কোটি। তৃতীয় দিন ১২ কোটি টাকা আয় তুলে নেয় এটি।
তবে চতুর্থ দিন আয় গিয়ে নামে মাত্র সাড়ে চার কোটিতে। ৪ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫৬ কোটি টাকা।
এদিকে, দর্শকের মুখে বেশ প্রশংসা শোনা যাচ্ছে সিনেমাটির। সমালোচকরাও বেশ ভালো রেটিং দিচ্ছেন।
ধারণা করা যায়, ‘কেসারি ২’ দেখতে দর্শকরা ভিড় বাড়াবে সামনের দিনগুলোতে।
১৯১৯ সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড ভারতের বুকে এক কালো দিন। নিরপরাধ ভারতীয়দের এই দিন নৃশংসভাবে হত্যা করে তৎকালীন ব্রিটিশ সরকার। গুলি করে ঝাঁজরা করে দেয় তাদের। এই মর্মান্তিক ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
করণ সিং ত্যাগীর পরিচালনায় ‘কেসারি : চ্যাপ্টার ২’-তে সি. শঙ্করণ নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে আরো আছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে। ১৮ এপ্রিল মুক্তি পাবে এটি।